আয় বিবরণী বলতে কী বুঝেন?

আয় বিবরণী বলতে কী বুঝেন? (What do you mean by income statement?)

আর্থিক বিবরণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় বা অঙ্গ হলো আয় বিবরণী।
একটি নির্দিষ্ট সময়ের শেষে (সাধারণত এক বছরের শেষে) ঐ সময়ের ব্যবসায়ের আর্থিক ফলাফল অর্থাৎ নিট লাভ-ক্ষতি আয় বিবরণীর মাধ্যমে নির্ণীত বা প্রকাশিত হয়।

যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা।
একটি নির্দিষ্ট সময় শেষে সাধারণত এক বছর শেষে উক্ত সময়ে কত লাভ বা ক্ষতি হলো তা ব্যবসায়ের মালিক এবং স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য পক্ষ জানতে চায়।
যে বিবরণীর মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের কার্যাবলির নিট লাভ বা নিট ক্ষতি জানা যায় তাকে আয় বিবরণী বলে।
নির্দিষ্ট হিসাবকালের মোট আয় হতে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা সংশ্লিষ্ট হিসাবকালের নিট লাভ।
পক্ষান্তরে, মোট ব্যয় মোট আয় হতে বেশি হলে পার্থক্য নিট ক্ষতি হয়।

About Post Author

Related posts