উদ্বৃত্তপত্র কাকে বলে? (What is a Balance Sheet)
হিসাব শেষ দিনে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তাকে উদ্বতপত্র বলা হয়।
ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট দিনের আর্থিক অবস্থা প্রদর্শন করা উদ্বর্তপত্রের কাজ। সম্পত্তি ও দায়ের বিবরণীর মাধ্যমে আর্থিক অবস্থা প্রদর্শিত হয়।
উদ্বতপত্রকে সম্পত্তি ও দায়ের বিবরণীও বলা হয়। খতিয়ান হিসাবের উদ্বৃত্তসমূহের মধ্যে রাজস্ব জাতীয় আয়-ব্যয় আয় বিবরণীতে স্থানান্তর করার পর যে খতিয়ান হিসাবের উদ্বৃত্তসমূহ থাকে সেগুলোর সাহায্যে উদ্বর্তপত্র প্রস্তুত করা হয়। উদ্ধতপত্র কোন হিসাব নয়। এটি একটি আর্থিক বিবরণী যা খতিয়ান হিসাবের ব্যালেন্স হতে প্রস্তুত করা হয়। খতিয়ান হিসাবের ব্যালেন্সসমূহ উদ্বৃত্তপত্রে স্থানান্তর করা হয় না।
খতিয়ান হিসাবের উদ্বৃত্ত হিসাবে থেকে যায় যা পরবর্তী বছরের প্রারম্ভিক খতিয়ান ব্যালেন্স হিসাবে লিখা হয়। উদ্বৃত্তপত্রে সম্পত্তিসমূহ এবং পায়সমূহ ও মালিকের স্বত্বাধিকার অন্তর্ভুক্ত থাকে।
সম্পত্তিসমূহের যোগফল দায়সমূহ ও মালিকের স্বত্বাধিকারের যোগফল সমান হয়। সুতরাং Assets Liabilities + Owners equity। সংক্ষেপে A=L+OE