অনিশ্চিত হিসাব (Suspense Accounts)

অনিশ্চিত হিসাব (Suspense Accounts)

যদি রেওয়ামিল না মিলে এবং না মিলার কারণও যদি তাৎক্ষণিকভাবে বের করা না যায় তখন একটি অনিশ্চিত হিসাব খোলা হয়। অনিশ্চিত হিসাবে রেওয়ামিলের পার্থক্যের পরিমাণ বসিয়ে রেওয়ামিলকে সাময়িকভাবে মিলানো হয়। কিন্তু পরবর্তীতে ভুল নির্ণয় করে যখন সংশোধন করা হয় তখন আর অনিশ্চিত হিসাবের ব্যালেন্স থাকে না। অবশ্য অনিশ্চিত হিসাব অন্য একটি উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। অনেক সময় অনিশ্চিত হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা হয় যখন সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয় না যে, কোন হিসাবকে ডেবিট বা ক্রেডিট করতে হবে। যেমন—জনৈক ব্যক্তির নিকট হতে টাকা পাওয়া গিয়েছে। কিন্তু কার নিকট হতে পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এরূপ ক্ষেত্রে নগদান হিসাবকে ডেবিট করে অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতে হয়। সঠিক ব্যক্তির নাম জানা গেলে তখন অনিশ্চিত হিসাবকে ডেবিট করে সংশ্লিষ্ট ব্যক্তির হিসাবকে ক্রেডিট করা হবে।

Related posts