দত্তাংশ (Cantribution Margin)
প্রাণীজগতে যেমন শরীরের রক্ত উৎপাদন ক্ষমতা থেকে জীবনীশক্তির ইঙ্গিত প্রকাশ পায়,
তেমনি ব্যবসায় জগতে প্রতিষ্ঠানের অবদান সৃষ্টির ক্ষমতা থেকে তার অস্তিত্ব রক্ষা আর অগ্রগতির আভাস পাওয়া যায়। তাই,
কারবারের মুনাফা উপার্জন ক্ষমতা পরিমাপে অবদানের ভূমিকা অত্যন্ত বেশি।
এই অবদান ব্যবহৃত হয় স্থির ব্যয় উশুল করতে আর লাভ উপার্জন করতে। প্রান্তিক ব্যয় পদ্ধতির সমস্ত আলোচনাই এই অবদান সম্পর্কিত ধারণার উপর দাঁড়িয়ে আছে।
বিক্রয় মূল্য হতে প্রান্তিক ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যে আয় পাওয়া যায় তাকেই দত্তাংশ বা
অবদান বা অনুদান প্রান্ত বলে।
“আর পড়ুনঃ” স্থায়ী সম্পত্তি ও চলতি সম্পত্তি
Garrison & Noreen-এর মতে, “Contribution Margin is the amount remaining from sales revenues after all variable expenses have been deducted.”
অর্থাৎ বিক্রয় হতে সমস্ত পরিবর্তনশীল খরচ বা দেয়ার পর যা থাকে তাকে অনুদান প্রান্ত বলে ।
“আর পড়ুনঃ” নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement)
Hermanson, Edwards & Salmonson-এর মতে, “Contribution margin is the amount by which the revenue secared from the sale of products exceeds the variable costs of those prdocuts.”
দত্তাংশ বিক্রয়ের পরিমাণের উপর নির্ভর করে। বিক্রয় বৃদ্ধি পেলে এবং পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি না পেলে দত্তাংশের পরিমাণ বৃদ্ধি পায় অপরপক্ষে বিক্রয় হ্রাস পেলে দত্তাংশের (Contribution) পরিমাণ হ্রাস পায়। প্রান্তিক আয়কে দত্তাংশ হতে স্থায়ী খরচ বাদ দিয়ে মুনাফা নির্ণয় করা হয়। BEP বিশ্লেষণে ব্যয় পরিমাণ ও মুনাফা নির্ণয়ে দত্তাংশ এক বিরাট ভূমিকা পালন করে । এই জন্য মুনাফার বদলে দত্তাংশকে BEP এতে ব্যবহার করা হয়। দত্তাংশ নির্ণয়ের সূত্র নিচে দেখানো হলো :
Contribution = Sales – Variable cost or, Contribution = Sales XP/V ratio