নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement)
সহজ অর্থে নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement) হলো নগদ অর্থের আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্যের বিবরণী।
অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের কোন কোন উৎস হতে কিভাবে নগদ অর্থের আগমন ঘটছে আবার কোন কোন ক্ষেত্রে ঐ নগদকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তা যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।
এই বিবরণী তৈরি করার মুখ্য উদ্দেশ্য হলো কোন প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি ও নগদ প্রদান সংক্রান্ত তথ্য উপস্থাপন করা।
Sharma and Gupta-এর মতে, “A Statement of changes in the financial position of a firm on cash basis is called a cash flow statement.”
অর্থাৎ যে বিবরণী নগদের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন তুলে ধরে তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।
“আর পড়ুনঃ” সর্বজনস্বীকৃত হিসাবের নীতিমালা GAAP
Khan and Jain-এর মতে,
“Cash Flow Statement are statements of changes in financial position prepared on the basis of funds defined as cash or cash equivalents.”
“আর পড়ুনঃ” বিশেষ জাবেদা (Special Journal)
পরিশেষে বলা যায় যে, যে বিবরণীতে কোন একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের যাবতীয় নগদের আগমন ও নির্গমনের পরিমাণ লিপিবদ্ধ করে ঐ প্রতিষ্ঠানের পরিচালন কার্যক্রম (Operating activities),
বিনিয়োগ কার্যক্রম (Investing activities) ও আর্থিক কার্যক্রমে (Financing activities) নগদ অর্থের কিরূপ পরিবর্তন সূচিত হয়েছে তা প্রকাশ পায় তা হলো নগদ প্রবাহ বিবরণী।