সর্বজনস্বীকৃত হিসাবের নীতিমালা GAAP (Generally Accepted Accounting Principle-GAAP)
হিসাবরক্ষণের ক্ষেত্রে যে নিয়ম বা ধারণা সকলের নিকট গ্রহণযোগ্য হয় তাকে GAAP (Generally Accepted Accounting Principles) বা সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বলে। এর বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ :
১. সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা হিসাবরক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য হয় এবং সকল ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়।
২. সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা দ্বারা রীতি, পদ্ধতি, ধারণা, স্বতঃসিদ্ধ অনুশাসন প্রভৃতিকে বুঝানো হয়ে থাকে।
৩. হিসাববিজ্ঞানীগণের ব্যক্তিগত কার্যাভ্যাস, রাষ্ট্রীয় আইন এবং আদালতের রায় দ্বারা হিসাবরক্ষণ নীতিগুলো সর্বজনাহ হয়।
৪. এই নীতিমালা অনুসরণ করে প্রতিবেদন প্রস্তুত করা হয় বলে ব্যবহারকারীগণ সেগুলো সাধারণভাবে ব্যবহার করে থাকেন।
৫. এই নীতি দ্বারা সঠিকভাবে আর্থিক প্রবিদেন প্রস্তুত, সম্পদ ও দায় দেখানো যায়।
মূলত প্রয়োজন হতেই সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার সৃষ্টি। এই নীতিমালা জানা থাকলে হিসাবরক্ষণ কাজের অন্তর্নিহিত যুক্তিগুলো জানা যায়। সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা পরবর্তীতে আলোচিত হয়েছে।