অংশীদারদের মুনাফা বণ্টন বিবরণী বলতে কি বুঝেন?

অংশীদারদের মুনাফা বণ্টন বিবরণী বলতে কি বুঝেন ? (What is income distribution statement?)

মুনাফা অংশীদারদের মধ্যে বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অংশীদারগণ ব্যবসায় পরিচালনা করে মুনাফার উদ্দেশ্যে। আয় বিবরণী প্রস্তুত করে যে নিট মুনাফা নির্ধারণ করা হয় তা অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়। এ বণ্টন প্রক্রিয়া আয় বিবরণী (Income statement)-এর নিচের অংশে দেখানো হয় অথবা মুনাফা বণ্টন বিবরণী বা লাভ-ক্ষতি বণ্টন বিবরণী আলাদাভাবে প্রস্তুত করে তাতে মুনাফা বণ্টন দেখানো হয়। মুনাফা বণ্টন বিবরণীতে প্রথমত নিট মুনাফা (Net Income) লিখে তার সাথে উত্তোলনের সুদ যোগ করে মোট বণ্টনযোগ্য মুনাফা বের করতে হয়। অতঃপর, মুনাফা বণ্টনের দফাসমূহ মুনাফা হতে বাদ দিতে হয় । যেমন—অংশীদারদের বেতন, কমিশন, মূলধনের সুদ, অংশীদারদের ঋণের উপর সুদ। এ সমস্ত দফা বাদ দেয়ার পর অবশিষ্ট মুনাফা চুক্তিপত্রে উল্লেখিত হারে অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়। অংশীদারদের মধ্যে বণ্টন করা হয় চুক্তিপত্রে উল্লেখিত হারে।

Table of Contents

About Post Author

Related posts