একটি অংশীদারি কারবারের আর্থিক প্রতিবেদন (Financial Statements of a Partnership)
হিসাব চক্র বা হিসাব প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বা পর্যায় হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট লাভ, নিট লাভ এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আর এ মুনাফার পরিমাণ জানতে হলে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়।
একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণীসমূহ প্রস্তুত করা হয় সেগুলোকে আর্থিক বিবরণী বলে।
আধুনিক ব্যবসায় জগতে দুটি বিবরণীকে প্রধানত আর্থিক বিবরণী হিসাবে অভিহিত করা হয়। এ দুটি বিবরণী হলো : (i) আয় বিবরণী (Income Statement) ও (ii) উদ্বর্তপত্র (Balance Sheet)। আধুনিককালে মৌলিক আর্থিক বিবরণী ছাড়াও অবষ্টিত বা রক্ষিত আয়ের বিবরণী ( Retained earning statement), মালিকের স্বত্বাধিকার বিবরণী (Owner’s equity statement) ও নগদ প্রবাহ বিবরণী (Cash flow statement) আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত হয়ে থাকে।