নগদান বইয়ের প্রস্তুত প্রণালী বর্ণনা করুন। (Describe the procedure of preparation of cash book.)
নগদান বইকে দুটি অংশে ভাগ করা যায়। যেমন—ডেবিট দিক ও ক্রেডিট দিক। উভয় দিকেই ৫টি ঘর থাকে। নিচে একটি একঘরা নগদান বইয়ের ছকসহ ব্যাখ্যা দেওয়া হল:
ডেঃ নগদান বহি ক্রেঃ
তারিখ | বিবরণ | রশিদ নং | খঃ পৃঃ | পরিমাণ | তারিখ | বিবরণ | ভাঃ নং | খঃ পৃঃ | পরিমাণ |
১. তারিখ : উভয় দিকের তারিখের ঘরে নগদ লেনদেনের বছর, মাস ও তারিখ লেখা হয়।
২. বিবরণ : উভয় দিকের বিবরণ ঘরে লেনদেনের খাতসমূহের নাম ও ব্যাখ্যা লেখা হয়।
৩. রশিদ নং ও ভাউচার নম্বর : ডেবিট দিকে প্রাপ্ত টাকার রশিদ নম্বর এবং ক্রেডিট দিকে প্রদত্ত টাকার নম্বর লেখা হয়।
৪. খতিয়ান পৃষ্ঠা : খতিয়ানের যে পাতায় হিসাব খাতটি লেখা আছে তা এখানে লেখা হয়।
৫. পরিমাণ : এ ঘরে লেনদেনের টাকার পরিমাণ লেখা হয়।
দু’ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে উভয় দিকে ব্যাংক কলামযুক্ত হয়ে প্রত্যেক দিকে ৬টি ঘর এবং তিনঘরা নগদান বইতে উভয় দিকে ব্যাংক ও বাটার ঘর যুক্ত হয়ে প্রত্যেক দিকে ৭টি ঘর থাকে।