মালিকের স্বত্বাধিকার বিবরণী কাকে বলে? (What is owner’s equity statement?)
মালিকের স্বত্বাধিকার বা মূলধনের হ্রাসবৃদ্ধির কারণ বিশ্লেষণ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মালিকের স্বত্বাধিকার বিবরণী বলা হয়। মালিকের স্বত্বাধিকার বিবরণীকে মালিকের মূলধন বিবরণীও বলা হয়। মালিকের স্বত্ত্বাধিকার বিবরণীতে মূলধনসহ অন্যান্য সে সমস্ত দফা দেখানো হয় সেগুলোর জন্য মূলধন বাড়ে অথবা কমে। অর্থাৎ মূলধনের সাথে নিট লাভ যোগ করা হয় এবং নিট ক্ষতি বাদ দেয়া হয়। যেক্ষেত্রে প্রয়োজনে উত্তোলন মূলধন হতে বাদ দিতে হয়। অতঃপর যে মূলধন নির্ণীত হয় তা উদ্বতপত্রে স্থানান্তরিত হয়।