কারবারি বাট্টা (Trade discount)

কারবারি বাট্টা (Trade discount)

কারবারি বাট্টা: বড় বড় কারবারি বা উৎপাদনকারি সর্বত্র একটি নির্দিষ্ট মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করবার জন্য একটি ছাপানো মূল্য তালিকা রাখে।
এরূপ ছাপানো মূল্য হতে উৎপাদনকারী বা পাইকারী ব্যবসায়ীগণ যে অর্থ কম রাখে তাই কারবারি বাট্টা।
অর্থাৎ, বড় বড় কারবারি বা উৎপাদনকারীগণ খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়ের সময় তার বিক্রয় মূল্য বা নির্দিষ্ট মূল্য হতে যে পরিমাণ অর্থ কম নেয়া হয় তাকে কারবারী বাট্টা বলে।

হারম্যানসন (Hermanson) ও অন্যান্যদের মতে, “কারবারী বাটা হল পণ্যের লিখিত মূল্য বা ক্যাটালগ মূল্যের বিয়োজিত অংশ যা নির্দিষ্ট মাল ক্রয় করলে অথবা বিশেষ ধরনের খরিদ্দারকে দেওয়া হয়। ”

Pyle & Larson এর মতে, “Trade discount is the discount that may be deducted from a cataling list price to determine the invoice price of goods.”
অর্থাৎ কারবারী বাটা হল বাট্টা, যা পণ্যের চালান মূল্য নির্ধারণের জন্য তালিকা মূল্য থেকে বাদ দেয়া হয়।

উদাহরণ: একটি বলপেনের মূল্য ৩.৫০ টাকা লিখা আছে। এই মূল্যে সাধারণত দেশের সর্বত্র পাওয়া যায়।
এই ক্ষেত্রে পাইকারী ব্যবসায়ী যদি ৩.৫০ টাকা মূল্যে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে তবে, খুচরা ব্যবসায়ীর কোন লাভ থাকে না। এক্ষেত্রে পাইকারী ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে ১০% কারবারি বাট্টা মঞ্জুর করে থাকে।
এই বাট্টাই কারবারি বাট্টা।

Table of Contents

About Post Author

Related posts