খতিয়ান (Ledger)
ইংরেজি “Ledge” শব্দ হতে “Ledger” শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।
ইংরেজি “Ledge” শব্দের অর্থ হলো তাক, আর “Ledger” শব্দের অর্থ হলো খতিয়ান।
তাকে যেমন গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, খতিয়ান বা লেজারেও কারবারের লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে লিপিবদ্ধ করা হয়।
কোন লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে তা জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
খতিয়ান হিসাব চক্রের দ্বিতীয় ধাপ।
খতিয়ানে লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে লেখা হয় বলে কারবারের মোট দেনা, মোট পাওনা, বিভিন্ন প্রকার সম্পত্তির পরিমাণ, বিভিন্ন খাতে আয় ব্যয়ের পরিমাণ ইত্যাদি বিষয় সহজেই জানা যায়।
Arther Fieldhouse-এর মতে, “Ledger is the permanent store house of all transactions.” অর্থাৎ খতিয়ান হলো সকল লেনদেনের স্থায়ী ভাণ্ডার।
“আর পড়ুনঃ” নগদ বাট্টা (Cash Discount)
Prof. Chambers এর মতে, “Ledger is the principle book of accounts among merchants in which the entries in all other books are entered.” অর্থাৎ খতিয়ান হলো ব্যবসায়ীদের হিসাবের প্রধান বই যার মধ্যে অন্যান্য বইগুলোর দাখিলাসমূহ লিপিবন্ধ করা হয়।
“আর পড়ুনঃ” রেভিনিউ (Revenue)
সুতরাং সংক্ষেপে বলা যায়, যে হিসাবের বইতে কোন কারবার প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনসমূহকে সংক্ষিপ্ত করে শ্রেণীবদ্ধ অবস্থায় বিভিন্ন শিরোনামে বিভক্ত করে পাকাপাকিভাবে লিপিবন্ধ করা হয় তাকে খতিয়ান বলে।