পি/ডি চার্ট (P/V Chart)

পি/ডি চার্ট (P/V Chart)

সমচ্ছেদ বিন্দু নির্ধারণের একটি সহজ রেখাচিত্র হলো পিভি চার্ট। এ চিত্রে পরিমাণের সঙ্গে মুনাফার সম্পর্ককে উপস্থাপন করা হয় এ চিত্রে বিক্রয় এবং পরিবর্তনশীল বায় এর পরিবর্তে অনুদান প্রান্তকে পরিমাণের সঙ্গে উপস্থাপন করা হয়।

অনুদান এবং স্থায়ী বায় যে বিন্দুতে এক হবে সে বিন্দুই সমচ্ছেদ বিন্দু নির্দেশ করবে।
পিভি চার্ট অঙ্কনের পদক্ষেপ:

“আর পড়ুনঃ” সি. আই. এম. এ (C. I.M.A)

(ক) এ লেখচিত্রকে দু’ অংশে ভাগ করে অঙ্কন করা হয়।
(খ) শূন্য (০) রেখার উপরে দণ্ডায়মান অক্ষকে মুনাফা অঞ্চল (Profit area) এবং নিচের অঞ্চলকে ক্ষতি অঞ্চল (Loss area) বা স্থায়ী বায় (Fixed Cost) বলে।
(গ) শূন্য রেখাকে উৎপাদনের বা বিক্রয়ের একক রেখা হিসাবে ব্যবাহর করা হয়।
(ঘ) দণ্ডায়মান রেখায় মুনাফা ও স্থায়ী ব্যয় এর স্তর ঠিক করা হয়।
(ঙ) Profit & Fixed Cost-এর বিন্দু নিরূপণ করে একটা সরল রেখা দ্বারা সংযুক্ত করলে তা বিক্রয় রেখাকে ছেদ করে এবং উক্ত ছেদ বিন্দুই হবে সমচ্ছেদ বিন্দু।

Table of Contents

About Post Author

Related posts