বিপরীত দাখিলা (Reversing Entries)

বিপরীত দাখিলা (Reversing Entries)

বিপরীত দাখিলা সমন্বয় দাখিলার বিপরীত যা পরবর্তী হিসাবকালের শুরুতে কোন কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে। নতুন হিসাবকালের শুরুতে পূর্ববর্তী হিসাবকালের বকেয়া ও অগ্রিম সংক্রান্ত আয় ও ব্যয়সমূহের বিপরীত দাখিলা দেয়া হয়। এক কথায়, নির্দিষ্ট হিসাবকাল শেষে যে সমন্বয় দাখিলা দেয়া হয় পরবর্তী হিসাবকালে তা বিপরীতভাবে লিখে যে দাখিলা দেয়া হয় তাকেই বিপরীত দাখিলা বা Reversing entries বলে।

Horngren, বলেন “Reversing entry is an entry that switches the debit and the credit of a previous adjusting entry”.

About Post Author

Related posts