ব্যাংকিং লেনদেন (Banking Transaction)
যে সকল হিসাব তথ্য বা ঘটনা ব্যাংকিং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার দৃশ্যমান বা অদৃশ্যমান পরিবর্তন ঘটায় তাকে ব্যাংকিং লেনদেন বলে।
দৃশ্যমান লেনদেন: 484251 সঞ্চয়ী হিসাবের মালিক ব্যাংক হতে ১০,০০০ টাকা উত্তোলন করল। এক্ষেত্রে ব্যাংকের ক্যাশ হতে তাকে ১০,০০০ টাকা দেয়া হবে এবং তার হিসাব 484251-এর আমানত ১০,০০০ টাকা কমানো হবে। অর্থাৎ ব্যাংকের আমানতী দায় কমবে এবং নগদ টাকা কমবে।
অদৃশ্যমান লেনদেন: 484251 সঞ্চয়ী হিসাবের আমানতকারীকে বছর শেষে ১০,০০০ টাকা সুদ হিসাবভুক্ত করা হলো। এ ক্ষেত্রে ব্যাংকের সুদ হিসাবে খরচ বাড়বে ১০,০০০ টাকা এবং আমানতকারীর আমানত বৃদ্ধি পাবে ১০,০০০ টাকা। সুদ বাবদ ১০,০০০ টাকা হিসাবভুক্তকরণের ঘটনা আমানতকারী জানবে কিছুদিন পরে। আমানতকারী সুদের ব্যাপারে উদাসীন থাকলে হয়তো কোনো দিন জানতেও চেষ্টা করবে না। শুধু জানতে চেষ্টা করবে তার হিসাবে কত টাকা জমা আছে। সম্পত্তির উপর অবচয় ধার্য করা একটি অদৃশ্যমান লেনদেন।