রেভিনিউ (Revenue)
একটি নির্দিষ্ট সময়কালে একটি প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য বা ক্রীত পণ্য বিক্রি করে বা সেবা পরিবেশন করে গ্রাহকদের নিকট হতে যে পরিমাণ অর্থ পায় বা অর্থ পাওয়ার প্রতিশ্রুতি পায় তাকেই আয় বা রেভিনিউ বলে।
অর্থাৎ একটি নির্দিষ্ট আর্থিক বছরে উৎপাদিত পণ্য বা সেবার যে অংশ গ্রাহকদের নিকট স্থানান্তর করা হয়, সে স্থানান্তরিত পণ্য বা সেবার আর্থিক মূল্যই হলো রেভিনিউ।
রেভিনিউ বা আয় বলে গ্রাহ্য হতে হলে পণ্যের বিক্রয় মূল্য নগদে প্রাপ্ত হতে হবে এমন কোন কথা নেই। অর্থ পাওয়ার প্রতিশ্রুতিই যথেষ্ট।
রেভিনিউ বা আয় হিসাবরক্ষকদের দ্বারা হিসাবের বইতে লিপিবদ্ধ হওয়ার যোগ্য হলেই রেভিনিউ বলে গণ্য করা হবে।
Morton Baker-এর মতে, “Revenues are the aggregate of values received in exchange for the goods or services of an enterprise that result in organisation of enterprise assets.”
“আর পড়ুনঃ” খতিয়ান কাকে বলে? খতিয়ানের উপকারিতা বর্ণনা করুন।
Meigs & Others-এর মতে, “Revenue is the price of goods and services rendered by a business.” উদাহরণস্বরূপ—নগদে মাল বিক্রয় ২০,০০০ টাকা এবং ধারে বিক্রয় ৫০,০০০ টাকা।
এক্ষেত্রে উভয় বিক্রয়ই রেভিনিউ বা আয়।
নগদ বিক্রয়ে নগদ টাকা পাওয়া গেছে এবং বাকি বিক্রয়ের ক্ষেত্রে ভবিষ্যতে অর্থ পাওয়ার অধিকার পাওয়া গেছে।
সুতরাং উভয়ই আয় বা রেভিনিউ।