সি. আই. এম. এ (C. I.M.A)
বিংশ শতাব্দীর তৃতীয় দশকে ইংল্যান্ডে হিসাববিজ্ঞানের ক্ষেত্রে পেশাগত প্রতিষ্ঠান গড়ে উঠে। ১৯১১ সালে ইংল্যান্ডে “Institue of Cost and Works Accounts’ প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান আগ্রহী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ, পরীক্ষা গ্রহণ ও পেশাদার হিসাববিদ হিসাবে সনদপত্র প্রদানের মাধ্যমে শিল্প ব্যয় ও ব্যবস্থাপনীয় হিসাব পেশার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইংল্যান্ডের Institute of Cost and Works Accountants (ICWA) পরবর্তীকালে “Institute of Cost and Management Accounts (ICMA) নামে এবং বর্তমানে “Institue of Chartered Management Accountants” (CIMA) নামে স্বীকৃতি লাভ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় উপমহাদেশে ভারত সরকারের সরবরাহ মন্ত্রণালয় যুদ্ধের বিভিন্ন সরবরাহ চুক্তি ও দ্রব্যমূল্য নির্ধারণের জন্য সর্বপ্রথম ‘Advisory Board of Accountants’ গঠন করে। উক্ত বোর্ডে ইংল্যান্ড হতে ব্যয় হিসাববিজ্ঞানে ডিগ্রিধারী ব্যক্তিদেরসহ সরকারের হিসাব ও অডিট বিভাগে কিছুসংখ্যক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়। বর্তমানে CIMA সারা বিশ্বে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।