নৈতিকতা (Ethics)
‘Ethics’ শব্দের অভিধানিক অর্থ হলো নৈতিকতা। সাধারণ অর্থে, নৈতিকতা শব্দটির দ্বারা বোঝার ন্যায়-অন্যায়, বিচার সংক্রান্ত নীতি বা মূল্যবোধ।
অর্থাৎ নৈতিকতা এমন কতকগুলো নীতি বা মূল্যবোধের সমষ্টি যা কোন ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করে।
(American Heritage Dictionary অনুসারে, “Ethics is the study of the general nature of morals and of the specific moral choices to be made by the individual in his relationship with others.” “নৈতিক মূল্যবোধ ব্যক্তি বা গোষ্ঠীকে ন্যায়-অন্যায়, ভালোমন্দ বিচার করে ব্যবহারিক ক্ষেত্রে সৎ আচরণে প্রবৃত্ত করে।
” হিসাববিজ্ঞানের উদ্দেশ্যাবলি সফল করার জন্য যে সকল মৌলিক ধারণাসমূহ হিসাব প্রক্রিয়ায় প্রয়োগ করা হয় তাই হিসাববিজ্ঞানের নৈতিকতা।