আয় চিহ্নিতকরণ নীতি

আয় চিহ্নিতকরণ নীতি (Revenue recognition principle)

আয় স্বীকৃত ধারণা অনুযায়ী আয় বা রেভিনিউ স্বীকৃতি বলতে যে হিসাবকালের আয় সে হিসাবকালেই তা হিসাবের বইতে লিপিবদ্ধ করাকে বুঝায়। এক্ষেত্রে কোনো হিসাবকালের আয় যদি এর পূর্ববর্তী হিসাবকালে অর্জিত বা প্রাপ্ত হয় অথবা পরবর্তী হিসাবকালে প্রাপ্তব্য হয় তাহলে সেগুলোও সংশ্লিষ্ট হিসাবকালেই লিপিবদ্ধ করতে হয়। রেভিনিউ স্বীকৃতকরণ হলো যথোপযুক্ত আর্থিক হিসাবকালে কোনো প্রতিষ্ঠানের হিসাবে আয়ের হিসাব লিপিবদ্ধকরণ পদ্ধতি। প্রতিষ্ঠানের লেনদেনগুলো নগদে বা বাকিতে কিংবা উভয়ভাবেই হতে পারে। নগদে আয়গুলো সাথে সাথে পাওয়া যায় কিন্তু বাকি আয়গুলোর টাকার যেকোনো হিসাবকালে আদায় হতে পারে। কিন্তু যে হিসাবকালেই উক্ত টাকা আদায় হউক না কেন উক্ত আয় সংঘটিত হিসাবকালে অর্জিত হয়েছে বলে ধরে নিতে হবে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের ক্রেতা যখন পণ্যের সকল প্রকার ঝুঁকি গ্রহণ করে তখনই আয় স্বীকৃতকরণ হিসেবে বিবেচনা করা হয়। প্রত্যেকটি আয় অর্জনের জন্য বিভিন্ন উৎস থাকে। যেমন, পণ্য বিক্রয়, বাড়ি ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি ইত্যাদি।

Table of Contents

About Post Author

Related posts