বাংলাদেশে ইন্সুরেন্স কোম্পানি লাভ-ক্ষতি হিসাব তৈরি করে না। তাহলে তারা কীভাবে লাভ-ক্ষতি জানে?

বাংলাদেশে ইন্সুরেন্স কোম্পানি লাভ-ক্ষতি হিসাব তৈরি করে না। তাহলে তারা কীভাবে লাভ-ক্ষতি জানে? ( Insurance Companies in Bangladesh under the Insurance Act, 1938 do not have to prepare an income statement. Then how do they measure income or loss?)

বাংলাদেশে ইন্সুরেন্স কোম্পানি লাভ-ক্ষতি হিসাবে তৈরি করে না কিন্তু লাভ নির্ণয়ের জন্য Revenue Account প্রস্তুত করে। তবে Revenue Account লাভ বা Profit যেটি ব্যবহার করা হয় না। Revenue Account-এর ডান দিকে প্রথমে Fund পূববর্তী বছরের Life Insurance-এর Opening Balance Fund লেখা হয় এবং সব শেষে বামদিকে Life Insurance এর Closing Balance লেখা হয়। বাস্তবে Revenue Account-এ সাধারণত কোন ক্ষতি হয় না শুধু লাভ হয়। তাই লাভ ক্ষতি হিসাব না করে Revenue Account করা হয়।

Table of Contents

About Post Author

Related posts