BRPD circular অনুসারে ব্যাংকের ঋণ প্রভিশন Requirement গুলো কী?

BRPD circular অনুসারে ব্যাংকের ঋণ প্রভিশন Requirement গুলো কী? (What are the loan provision requirements for banks as per BRPD circular?)

আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য এবং কোনো বিশেষ উদ্দেশ্য অথবা ভবিষ্যতের বিভিন্ন ক্ষতি বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য মুনাফার যে অংশ আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি বা প্রভিশন বলা হয়। নিচে ঋণ প্রভিশন এর Requirement গুলো তুলে ধরা হলো:

১. সাধারণ প্রভিশন বা সঞ্চিতি:
(i) ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে অশ্রেণিকৃত ঋণের ০.২৫% হারে এবং ১% হারে সকল অশ্রেণিকৃত ঋণের বিপরীতে সঞ্চিতি রাখা হয়।
(ii) ভোক্তা ঋণের ক্ষেত্রে অশ্রেণিকৃত ঋণের ৫% হারে এবং যদি হাউজ ফাইন্যান্স ও পেশাদার যারা ভোক্তা ঋণের আওতায় ব্যবসায় শুরু করতে চায় সেক্ষেত্রে অশ্রেণিকৃত ঋণের ২% হারে সঞ্চিতি রাখতে হয়।
(iii) ক্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলারে ইত্যাদি ঋণের ক্ষেত্রে ২ শতাংশ হারে সঞ্চিতি রাখতে হয়।
(iv) Special Mention Account-এ ৫%।
(v) অফ ব্যালেন্স শীর্ট এক্সপোজার-এর জন্য ১%।

২. নির্দিষ্ট সঞ্চিতি: শ্রেণিকৃত চলমান, চাহিদাকৃত এবং মেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো নিম্নলিখিত হারে সঞ্চিতি রাখে:

(i) নিচে-মান: ২০%
(ii) সন্দেহজনক : ৫০%
(iii) মন্দ/ক্ষতিজনক: ১০০%

৩. স্বল্প-মেয়াদি কৃষি এবং ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে সঞ্চিতি:
(i) মন্দ/ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ব্যতীত সকল ঋণ ৫%
(ii) লাভ-ক্ষতির বিবরণী: ১০০%

About Post Author

Related posts