লাভ-ক্ষতি হিসাবের সামীবদ্ধতার দুইটি ব্যাখ্যা করুন।

লাভ-ক্ষতি হিসাবের সামীবদ্ধতার দুইটি ব্যাখ্যা করুন। (Explain two limitations of an income statement.)

লাভ-ক্ষতি হিসাবের সীমাবদ্ধতার দুটি ব্যাখ্যা নিচে উল্লেখ করা হলো :

১. হিসাববিজ্ঞানের নীতিমালা অনুযায়ী লেনদেনসমূহ আয় বিবরনীতে অর্ন্তভুক্ত করা হয়। ফলে সর্বদাই নগদ প্রবাহের পরিবর্তন হিসাব বিবরণীতে উপস্থাপন করা হয় না।

২. হিসাব বিবরণীতে তথ্য জালিয়াতির আশংকা রয়ে যায়। একজন ব্যবস্থাপক তার নিজ ইচ্ছা অনুযায়ী আয়-ব্যয় বেশি বা কম দেখিয়ে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের কাছে প্রতারণাপূর্ণ হিসাব বিবরণী উপস্থাপন করতে পারে।

About Post Author

Related posts