Facebook – Messenger দিয়ে গ্রামীণ সিমের ব্যালেন্স, টকটাইম, ডাটা, এসএমএস চেক করুন খুব সহজেই.!!

ফেসবুক (Facebook) মেসেঞ্জার (Messenger) দিয়ে এখন দিয়ে আপনার বা আপনার প্রিয় জন এর গ্রামীণ সিমের ব্যালেন্স, টকটাইম, ডাটা, এসএমএস ইত্যাদি আরো অনেক কিছু চেক করতে পারবেন খুব সহজেই এবং আপনার বা আপনার প্রিয় জন এর সিমে কি কি অফার আছে তা দেখতে পারবেন।

এখান থেকে আপনার বা আপনার প্রিয় জন এর সিমে মিনিট প্যাক, ইন্টারনেট প্যাক, এসএমএস প্যাক কিনতে পারবেন তাছাড়া মোবাইল রিচার্জ ও করতে পারবেন এক কথা মাইজিপি (MyGp) অ্যাপ এর মত এখানে কম বেশি সকল সেবা পাবেন.!

তো শুরু করার যাক কি ভাবে কি করবে.!

প্রথমে এ আপনার মেসেঞ্জার (Messenger) এ ঢুকে Search অপশন এ গিয়ে লিখেন Grameenphone .!

তার পর এটা তে ক্লিক করুন ( Grameenphone)

এখন GET STARTED লেখাতে ক্লিক করুন।

এখন আপনার বা আপনার বা প্রিয় জন এর ফোন নাম্বারটি লিখে সেন্ড করুন.!

তার পর আপনার বা প্রিয় জন এর ফোন নাম্বারটি তে ৪ সংখ্যার একটি কোড যাবে তা লিখে সেন্ড করুন.!

তার পর আপনার পছন্দ অনুযায়ী ভাষা সিলেক্ট করুন.!

তার পর মাই জিপি একাউন্ট লেখাতে ক্লিক করুন

তার পর ব্যালেন্স লেখাতে ক্লিক করুন.!

তার পর আপনার ব্যালেন্স এর পরিমাণ এবং ব্যালেন্স এর মেয়াদ দেখাবে.!

এই ভাবে সব কিছু চেক করতে পারবেন.!

About Post Author

Related posts