নগদ বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা যা একটি অর্থ আদান-প্রদানের পরিষেবা বা মোবাইল ব্যাংকিং। নগদ এর সাথে পরিচিত নয় এমন লোক খুজেই পাওয়া যাবে। সবাই এই মোবাইল ব্যাংকিং (নগদ) এর সাথে পরিচিত।
নগদ সব সময় তাদের গ্রাহকদের কে নতুন নতুন সব অফার দিয়ে থাকে.! কখনো মোবাইল রিচার্জ অফার কখনো ক্যাশ-ইন বা ক্যাশ- আউট অফার পে- বিল ইত্যাদি আর সব ছেয়ে বড় কথা হচ্ছে নগদ অ্যাপ দিয়ে নগদ থেকে নগদ একাউন্ট এ সেন্ড মানি করতে টাকা লাগবে এবং দেশের সব ছেয়ে কম রেট এ ক্যাশ-আউট চার্জ
তাই তো এবার নগদ নিয়ে এসেছে দারুণ এক ইনস্ট্যান্ট বোনাস অফার। এখন ব্যাংক থেকে নগদ একাউন্টে, অ্যাড মানি করলে পাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস। নগদ যে সব ব্যাংক একাউন্ট সাপোর্ট করে সে সকল ব্যাংক থেকে ৩০০০ টাকা অ্যাড মানি করতে হবে।
৩০০০ টাকা কম বা বেশি অ্যাড মানি করলে বোনাস পাওয়া যাবে না.! অফারটি নগদ এর সকল গ্রাহক উপভোগ করতে পারবে.! অফার চলাকালীন একবার বোনাস পাবেন।
ব্যাংক থেকে অ্যাড মানি করতে নগদ অ্যাপ এ ঢুকে অ্যাড মানি অপশন সিলেক্ট করেন
এবার Bank to Nagad অপশন সিলেক্ট করেন
আপনার ব্যাংক সিলেক্ট করে দিয়ে নিজ দায়িত্বে অ্যাড মানি করে নিন।