জনসংখ্যা পিরামিড বলতে কী বোঝায়?
উত্তরঃ জনসংখ্যা পিরামিড হচ্ছে কোনো স্থানের জনমিতিক বৈশিষ্ট্য প্রকাশক গ্রাফচিএ।
নারী পুরুষ বয়সভিত্তিক বিন্যাস গ্রাফে প্রকাশ করলে এিভুজ বা পিরামিড সদৃশ যে নকশা তৈরি হয় তাকে জনসংখ্যা পিরামিড বলে।এক্ষেত্রে উল্লম্ব অক্ষে (Vertical line) বয়স এবং অনুভূমিক অক্ষের (Horizontal line)বামে পুরুষ ও ডানে নারীর সংখ্যা বা শতকরা হার স্তম্ভে (Bar)স্থাপন করা হয়।