বসতি স্থাপনের নিয়ামক হিসাবে ভূপ্রকৃতি কীরুপ ভূমিকা রাখে?

বসতি স্থাপনের নিয়ামক হিসাবে ভূপ্রকৃতি কীরুপ ভূমিকা রাখে?

উত্তরঃ জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপক প্রভাবে বিস্তার করে থাকে। যেমন গাঙ্গেয় বন্ধীপের সমভূমি উবর হওয়ায় সেখানে ঘনবসতি গড়ে উঠেছে।
সমতলভূমির কৃষিকাজ করা যত সহজ অসমতল ভূমিতে ততটানয়। এছাড়া ও সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা বসতি গড়ে উঠার অনুকূল কাজ করে। অন্যদিকে বন্ধুর ভূপ্রতিতে খুব কমই বসতি গড়ে ওঠে।যেমন যোগাযোগ কষ্টসাধ্য হওয়ার বাংলাদেশের পাবত্য অঞ্চলের জনবসতি কম।

Table of Contents

About Post Author

Related posts