শিল্পাঞ্চলে পুঞ্জিভূত বসতি হওয়ার কারণ ব্যাখ্যা করো?
উত্তরঃ যে অধিবাসীদের বসত বাড়ি গুলো খুব কাছাকাছি এবং গন বা নিবিড়ভাবে গড়ে ওঠে তাকে পুঞ্জিভূত বসতি বলে। কোনো স্থানে শিল্প স্থাপিত হলে সে অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা (যেমন কর্মসংস্থানের পাশাপাশি শিক্ষা, বিনোদন, চিকিৎসা প্রভৃতি) কারণে মানুষ শিল্পাঞ্চলকে কেন্দ্র করে বসতি স্থাপনে করতে চায়।উক্ত কারণে শিল্পাঞ্চলে পুঞ্জিভূত বসতি গড়ে। যেমন-ঢাকা ও নারায়ণগঞ্জের বসতি।