MyGp অ্যাপ দিয়ে চেক করুন আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে.!

মোবাইল ফোন আমরা সবাই ব্যবহার করে থাকি আর সেই মোবাইল ফোন এ কোথা বলতে লাগে সিম। মোবাইল ফোন এ সিম ব্যবহার করতে হলে আগে সেটি রেজিস্ট্রেশন করতে হয়। কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঘোষণা অনুযায়ী, একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়।

আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই শুধু মাত্র MyGp অ্যাপ দিয়ে

প্রথম এ MyGp অ্যাপ এ ঢুকে Menu অপশন এ ক্লিক করুন.!

তার পর SIM You Own অপশন এ ক্লিক করুন.!

এখন এখানে আপনার জাতীয় পরিচয় পত্র (NID) এর লাস্ট ৪ সংখ্যা দিয়ে Continue এ ক্লিক করুন.!

তার পর চলে আসবে আপনার জাতীয় পরিচয় পত্র (NID)দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে এবং সাথে নাম্বার গুলার প্রথম ও লাস্ট সংখ্যা গুলো দেখতে পারবেন.! এবং কোন কোন অপারেটরের

Table of Contents

About Post Author

Related posts