নগদ হচ্ছে বাংলাদেশের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল লেনদেন এর একটি মাধ্যমে। বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা। ১১ নভেম্বর ২০১৮ সালে নগদ এর যাত্রা শুরু হয়। দিন দিন নগদ এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
নগদ প্রতিনিয়ত তাদের গ্রাহকদের নানাধরণের অফার দিয়ে যাচ্ছে.! এবার নগদ গ্রামিণফোন (Gp) গ্রাহকদের দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। যেসকল নগদ গ্রাহক গত ২০২৩-এর জানুয়ারিতে লেনদেন করলেও ফেব্রুয়ারিতে করেননি অথবা ২০২২-এর ডিসেম্বরে লেনদেন করলেও ২০২৩-এর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোনো লেনদেন করেননি, তারা নিজ গ্রামীণফোন নাম্বারে ৪১ টাকা রিচার্জে পাবেন ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
অফারটি শুধু মাত্র গ্রামিণফোন (Gp) গ্রাহকরা উপভোগ করতে পারবে.! আর যে নাম্বার এ নগদ একাউন্ট খুলা আছে সে নাম্বার এ মোবাইল রিচার্জ করতে হবে। অন্য নাম্বারে বা অন্য নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করলে অফারটি উপভোগ করতে পারবেন না.!
অফারটি নিতে নগদ অ্যাপ বা *167# (ইউএসএসডি) ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করে ৪১ মোবাইল রিচার্জ করে নিন.!