বাংলাদেশের সিলেট অঞ্চলে কেন সবচেয়ে বেশি চা উৎপাদন হয়?
উত্তরঃ চা চাষের জন্য প্রয়োজন হালকা উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোঁআশ মাটি,ঢালু জমি,যা বাংলাদেশের সিলেট অঙ্চলে পাওয়া যায়। এছাড়া ও চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন, যা সিলেট অঞ্চলে লক্ষ্যণীয়। তাই বলা যায়,চা চাষের জন্য প্রয়োজনীয় নিয়ামকসমূহ বাংলাদেশের সিলেট অঞ্চলে থাকায় সেখানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়।