সিলেট বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা SSC 2020 MCQ Solution ২০২০ উত্তরমালা

SSC 2020 MCQ Solution

SSC 2020 MCQ Solution

সেট খ বোর্ড

 

১. হোলকা শব্দের অর্থ কী?

উত্তরঃ (ক) হোলি

 

২. সম্রাট হুমায়ূন বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কেন?

উত্তরঃ (খ) চমৎকার প্রাসাদের কারণে

 

৩. বারো ভুইয়াদের নেতা ছিলেন-

উত্তরঃ (ক) i,iii

 

৪. বার্গিদের চুড়ান্তভাবে দেশত্যাগে বাধ্য করেন কোন নবাব?

উত্তরঃ (ক) শায়েস্তা খান

 

৫. নবিন ও তার বন্ধুরা যে দু্র্গ দেখল তার নির্মাণকারী শাসক কে ছিলেন?

উত্তরঃ (খ) মুর্শিদ কুলি খান

 

৬.উক্ত দু্র্গ নির্মাণের পিছেনে যে উদ্দীপনা কাজ করেছে-

উত্তরঃ (ঘ) i,ii,iii

 

৭.ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন কে?

উত্তরঃ (খ) শাহ মুহম্মদ সগীর

 

৮. ফোর্ট উইলিয়াম দু্র্গ নির্মাণ করা হয় কত সালে?

উত্তরঃ (খ)১৬৬৮

 

৯. চিরস্থায়ী বন্দোবস্তের পরে নির্মাণ পরে বড় বড় জমিদারি বিলুপ্ত হয়ে যায় কেন?

উত্তরঃ (ঘ) নায়েব গোমস্তাদের অত্যাচারের মাত্রা ‍বৃদ্ধি পাওয়ায়

 

১০. মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর উদ্দোক্তা কে ছিলেন?

উত্তরঃ (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

১১. ইংরেজেরা বাংলায় নীল চাষ শুরু করেন কেন?

উত্তরঃ (ক) ব্যবসা করার জন্য

 

১২.আরমানের জানা ঘটনা ইতিহাসে কোন ঘটনার প্রতিফলন

উত্তরঃ (গ) সিপাহী বিদ্রোহ

 

১৩. উক্ত আন্দোলনের ফলে-

উত্তরঃ (গ) ii,iii

 

১৪. বাংলাদেশের জাতীয় সংগীতের কত লাইন ষন্ত্রসংগীত হিসেবে পরিবেশন করা হয়?

উত্তরঃ (ক) ৪ লাইন

 

১৫. Indian National Army গঠন করা হয় কেন?

উত্তরঃ (ক) চেতনা বৃদ্ধি করা

 

১৬. ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয় পতাকা হাতে গুলিতে শহিদ হন কে/

উত্তরঃ (ঘ)  গোপীনাথ বসু

 

১৭. উক্ত সময়ে পাকিস্তানে যে রাজনৈতিক ধারা  বিরাজমান ছিল-

উত্তরঃ (খ) i,iii

 

১৮. বঙ্গবন্ধু কত তারিখে আগরতলা মামলা থেকে মুক্তি লাভ করেন?

উত্তরঃ (ঘ) ২৩ শে ফেরুয়ারি

 

১৯. বাংলার কৃষক ও শ্রমিকদের মাঝে শ্রেনি চেতনার উন্মেয় ঘটে কোন ঘটনার মধ্য দিয়ে?

উত্তরঃ (ঘ) ১৯৬৯ এর গণঅভ্যুখান

 

২০.

উত্তরঃ (গ) ii,iii

 

২১. মুক্তি যুদ্ধ পরিচালনার জন্যগঠিত উপদেষ্টা কমিটির আহবায়ক কে ছিলেন?

উত্তরঃ (ক) তাজউদ্দিন আহমেদ

 

২২. স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্টিত হয়?

উত্তরঃ (গ) ১৯৭৩ সালের ১৬ মার্চ

 

২৩. লামা তারনাথ কোন দেশের লেখক ছিলেন?

উত্তরঃ (গ) তিব্বতের

 

২৪. সর্বপ্রথম ব্যঞ্জন বর্ণ  বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান?

উত্তরঃ (ক) মিশরীয়

 

২৫. স্পার্টা সরকারের সাময়িক শক্তি সঞ্চয়ের প্রয়োজন ছিল কেন?

উত্তরঃ (ক)শৃংখলা নিয়ন্ত্রন করার জন্য

 

২৬. আধুনিক বিশ্ব রোমান আইন অনুকরণ করে চলে। এ আইনের বৈশিষ্ট্য হচ্ছে-

উত্তরঃ (ঘ) i,ii,iii

 

২৭. উদ্দিপকে কোন শাসকের চিত্র প্রতিফলিত হয়েছে?

উত্তরঃ (খ) ধর্মপাল

 

২৮.উক্ত শাসকের শিক্ষা ক্ষেত্রে অবদানের মধ্যে উল্লেখযোগ্য হলো-

উত্তরঃ (ঘ) i,ii,iii

 

২৯. দানসাগর গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ (গ) বল্লাল সেন

 

৩০. প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত হওয়ার কারণ-

উত্তরঃ (ঘ) i,ii,iii

SSC 2020 MCQ Solution

About Post Author

Related posts