অভিগমনের আকর্ষণমূলক কারণ বলতে কী বোঝায়?
উত্তরঃ যে সকল কারণ নতুন কেনো স্থানে বসতি স্থাপনে মানুষকে উৎসাহিত করে সুগুলোকে অভিগমনের আকর্ষণমূলক কারন বলে।
ভূপ্রকৃতি, জলবায়ু ও অন্যান্য প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ, কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ সুবিধা, বিশেষ নৈপুণ্যের চাহিদা ও বাজার সুবিধা, আত্নীয় স্বজন ও নিজ গোষ্ঠীভুক্ত মানুষের নৈকট্যলাভ, শিক্ষা, স্বাস্থ্য, গৃহসংস্থান,সামাজিক নিরাপত্তাগত সুযোগ, বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যাক্তিগত সুযোগ সুবিধা প্রভৃতি আকর্ষণমূলক অভিগমনের অন্যতম কারণ।