খনিজ তেল কীভাবে তৈরি হয়?

খনিজ তেল কীভাবে তৈরি হয়?

উত্তরঃ ভূগর্ভস্থ শিলাস্তর হতে সংগৃহীত তেলকে খনিজ তেল বলে।
ভূবিজ্ঞানীদের মতে,Paleozoic যুগে (৫৭-২৪ কোটি বছর পূবে) ভূগর্ভস্থ পাললিক শিলাস্তরে সামুদ্রিক অবক্ষেপের (Resildues) সাথে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে। ভাগর্ভস্থ চাপ,তাপ ও গভীরতায় এগুলো ক্রমশ তরল পদার্থ এবং অবশেষ খনিজ তেলে রূপান্তরিত হয়।

Table of Contents

About Post Author

Related posts