খনিজ সম্পদের বৈশিষ্ট্যগুলোকী কী?

খনিজ সম্পদের বৈশিষ্ট্যগুলোকী কী?

উত্তরঃ সাধারণত ভূঅভ্যন্তরে বা খনিতে যে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তাকে খনিজ সম্পদ বলে।
খনিজ সম্পদের বৈশিষ্ট্য গুলো হলো- ১, এটি ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকে এবং মাটি খুঁড়ে এ সম্পদ আহরণ করা হয়।
২, বেশির ভাগ খনিজ সম্পদ একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায়।
উদাহরণ – আকরিক লৌহ,গ্রাফাইট,কয়লা প্রভৃতি।

Table of Contents

About Post Author

Related posts