খনিজ সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝ?

খনিজ সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝ?

উত্তরঃ সংরক্ষণ অর্থ কম করে ব্যবহার, যার ফলে একটি নিদিষ্ট সময়ের পরে কিছু পরিমাণ সম্পদ সঞ্চিত থাকবে। সুতরাং সতর্কতার সাথে খনিজ সম্পদ ভোগ করতে হলে কী কী কারণে সম্পদ নিঃশেষ হয়ে যেতে পারে তা জানা অবশ্য কর্তব্য। অতিরিক্ত ব্যবহার,অবৈজ্ঞানিক প্রথায় বা যথেচ্ছ ব্যবহার এবং মানুষের বিবেকহীন কাযকলাপ ইত্যাদি ফলে খনিজ সম্পদ নিঃশেষ হয়ে যেতে পারে। এর রোধ করাই খনিজ সংরক্ষণ।

Related posts