বিনিয়োগ ছাড়া শিল্পায়ন সম্ভব নয়-ব্যাখ্যা করো।
উত্তরঃ যে কনো শিল্প স্থাপন করতে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় ভূমি ও কলকারখানা ক্রয়,কাঁচামাল সংগ্রহ, শ্রমিকের বেতন,পরিবহন ব্যবস্থা প্রভৃতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। আর এ মূলধনের যোগান দেয় বিনিয়োগ কারীগণ। অর্থাৎ,যেসব অঞ্চলে বিনিয়োগকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান রয়েছে সেসব অঞ্চলে শিল্পেয়ন করা যায় আর যেসব অঞ্চলে বিনিয়োগকারী নেই সেখানে শিল্পায়ন অসম্ভব। তাই বলা যায়, বিনিয়োগ ছাড়া শিল্পায়ন সম্ভব না।