পার্বত্য চট্টগ্রামে পরিবহন ব্যয়বহুল -ব্যাখ্যা।
উত্তরঃ সমতল ভূমিতে সড়ক নিমাণ সহজসাধ্য ও কম ব্যববহুল। পক্ষান্তরে বন্ধুর ভূপ্রকৃতি বিশিষ্ট অঞ্চলে সড়ক নিমান ও সংরক্ষণ করা যথেষ্ট কষ্টসাধ্য এবং ব্যয়বহুল।পার্বত্য চট্টগ্রামে পাকা সড়ক নিমাণ-সংরক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। ইটের রাস্তা দীর্ঘস্থায়ী হয় না বলে পাথর,কাঁকড়া প্রভৃতির সরবরাহ সমতল ভূমি হতে কষ্ট সাধ্য, সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাই পার্বত্য চট্টগ্রামে পরিবহন ব্যয়বহুল।