ভগ্ন উপকূল বন্দর স্থাপনে সহায়ক-ব্যাখ্যা করো।

ভগ্ন উপকূল বন্দর স্থাপনে সহায়ক-ব্যাখ্যা করো।

উত্তরঃ ভগ্ন উপকূলরেখা সমুদ্র বন্দর স্থাপনে সহায়ক।
প্রাকৃতিক ভবে ভগ্ন উপকূলবিশিষ্টি এলাকা সামুদ্রিক ঝড়, প্রবল স্রোত ইত্যাদি মুক্ত থাকে।ফলে এসব স্থানে বিভিন্ন স্থাপনা নিমাণ সহজ হয়।জাহাজ ও অনায়াসে ভগ্ন উপকূল বাধাহীনভাবে ভিড়তে ও চলাচল করতে পারে। এসব কারণে ভগ্ন উপকূল বন্দর স্থাপনে সহায়ক। যেমন- কলকাতা সমুদ্র বন্দর।

Table of Contents

About Post Author

Related posts