গ্রিন র্হাউস প্রভাবের ফলে কীভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে?
উত্তরঃ বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধির কারণে পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে সামুদ্রিক পানির আয়তনের প্রসারণ ঘটবে,মেরু অঞ্চল এবং হিমালয়ে সঞ্চিত বরফ গলতে শুরুকরবে।ফলে সামগ্রিক ভাবে ভূপৃষ্ঠে পানির পরিমাণ এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে। ফলস্বরূপ পৃথিবীতে সমুদ্রের উপকূলবর্তী সমস্ত অঞ্চল সমুদ্র গভে তলিয়ে যাবে। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। মেঘ,বৃষ্টি ইত্যাদি সংঘটন অনিশ্চিত হয়ে পড়বে। সুতরাং বলা যায়, তাপমাত্রা এবং জলীয়বাষ্প (আর্দ্রতা) এ দুটি জলবায়ু উপাদানের সরাসরি পরিবর্তনে গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন হবে।