দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হচ্ছে -ব্যাখ্যা করো।

দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হচ্ছে -ব্যাখ্যা করো।

উত্তরঃ দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হয়,তবে এটি দীর্ঘ প্রক্রিয়ার ফল।
মানুষের অপরিণামদর্শী কমকান্ডের ফলে মাটি, পানি ও বায়ুর দূষণ ঘটে।বায়ুদূষণের ফলস্বরূপ ওজোনস্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। এতে করে বায়ুমন্ডলীয় প্রাকৃতিক দুর্যোগ যেমন-ঝড়, ঘূর্ণিঝড়, টনেডো,সংঘটনের মাএা ও পরিমাণ বাড়ছে। মাটি দূষণের ফলে ভূমির বা মাটির অভ্যন্তরস্থ উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটে। এতে করে ভূমিধস ভূমিক্ষয় বা উপকূলীয় নদী ভাঙনের মতো দুর্যোগের সৃষ্টি হয়। পানি দূষণের কারনে জলাশয়, নদী স্বাভাবিক স্রোডধারা হারিয়ে ফেলছে। নদীতে পানি প্রবাহ বিঘ্নিত হয়ে নদী ভরাট, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের আশাঙ্কা বাড়ছে।এভাবে দূষণ,দুর্যোগ সৃষ্টির কারণ হচ্ছে।

Table of Contents

About Post Author

Related posts