মানবসৃষ্ট দূষণ ব্যাখ্যা করো।
উত্তরঃ মানুষের বিভিন্ন কর্মকান্ডের ফলে যে দূষণ সংঘটিত হয় এবং যা পরিবেশকে দূষিত করে তাকে মানবসৃষ্ট দূষণ বলে।
মানুষ প্রতিনিয়ত তার কর্মকান্ডের মাধ্যমে পরিবেশকে দূষিত করচে।যেমন- নদীতে কলকারখানা বর্জ্য নিঃসরণ, জমিতে কীটনাশকের ব্যবহার, গাড়ির কালো ধোঁয়া ও উচ্চস্বরে হণ বাজানো,বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ পোড়ানো প্রভৃতি। মানুষের এসব কর্মকান্ডের ফলে মাটি,বায়ু,পানি প্রভৃতি দূষিত হচ্ছে।