জিআইএস বলতে কী বোঝো?
উত্তরঃ ভৌগোলিক তথ্য সংরক্ষন ও বিশ্লেষণ ব্যবস্থাকে জিআইএস (GIS) বলে।
GIS পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে ভৌগোলিক তথ্যগুলোর সংরক্ষণ বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক (local) ও পারিসরিক (Spatial) সমস্যা চিহ্নিত করণ, মানচিত্রায়ন ও ভবিষ্যত পরিকল্পনা তৈরি করা হয়।