অর্থ বা মুদ্রা বলতে কি বুঝেন?

অর্থ বা মুদ্রা বলতে কী বুঝেন? What is meant by money?

উত্তর: বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে মুদ্রা বা অর্থের সংজ্ঞা প্রদান করেছেন।
নিম্নে কতিপয় সংজ্ঞা প্রদান করা হলো।

অর্থনীতিবিদ ক্রাউথার (Crowther) বলেন, “অর্থ এমন একটা জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজনগ্রাহ্য
এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে।”
(Money can be difined as anything that is generally acceptable as a means of exchange and at the some time acts as a measure and as a store of value.”

অর্থনীতিবিদ কোল বলেন, “সাধারণভাবে যে বস্তু মূল্যের পরিমাপক এবং
ঋণ পরিশোধের উপায় হিসেবে ব্যবহৃত হয় তাকে অর্থ বলা হয়।”

লর্ড কেইন্স (Keynes) বলেন, “অর্থ এমন একটি বস্তু যা হস্তান্তর করে ঋণের চুক্তি এবং
দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয়ক্ষমতা ধরে রাখা যায় তাকে অর্থ বলা হয়।”

অর্থনীতিবিদ রবার্টসন (Robertson) বলেন, “জিনিসপত্রের দাম কিংবা অন্যান্য ব্যবসায়গত কার্যকলাপের দাম হিসেবে যা সর্বত্র গ্রহণযোগ্য সেটাই হলো অর্থ।”
(The term money will be used to donate anything which is widely accepted in payment of goods or in discharge of other kinds of business obligation”.

উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে,
যা বিনিময়ের মাধ্যম ও দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বজনগাহ্য মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে সেটাই অর্থ।
এ ধরনের সংজ্ঞাকে কার্যগত সংজ্ঞা হিসেবে আখ্যা দেয়া হয়েছে।
আবার আইনগত দিক থেকে অর্থ হলো সরকার কর্তৃক প্রচলিত মুদ্রা যার গ্রহণযোগ্যতা রয়েছে।

Table of Contents

About Post Author

Related posts