নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও।

নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও। ( Show the difference between cash book and cash flow statement)

নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে বিভিন্ন দিক দিয়ে কিছু মিল খুঁজে পাওয়া গেলেও উভয় বইয়ের ব্যবহার, উদ্দেশ্য, প্রস্তুত প্রণালি ইত্যাদি দিক দিয়ে বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। এদের মধ্যস্থিত পার্থক্যগুলো নিম্নরূপ :

পার্থক্যের বিষয়নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement )নগদান বই (Cash Book)
১. সংজ্ঞাএকটি নির্দিষ্ট সময়ে যে বিবরণী নগদ অর্থের আগমন ও  নির্গমনের পরিমাণ লিপিবদ্ধপূর্বক এদের পরিমাণ জ্ঞাপন করে তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।যে বইতে ব্যবসায়ের সকল প্রকার নগদ প্রাপ্তি ও প্রদানকে ধারাবাহিকভাবে লিপিবদ্ধপূর্বক জের নির্ণয় করা হয় তাকে নগদান বই বলে।
২. উদ্দেশ্যঅন্যান্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করা ও ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিবরণী তৈরি করা হয় ।কোন নির্দিষ্ট সময়ে মোট নগদের জের নির্ণয়ের জন্যই মূলত নগদান বই তৈরি করা হয়।

Table of Contents

About Post Author

Related posts