মুনাফা জাতীয় ব্যয় এর মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কী?
(What is the difference between revenue expenditure?)
একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়িক কার্যক্রমের স্বার্থে বিভিন্ন ধরনের ব্যয় সংঘটিত হয়ে থাকে। এসব সংঘটিত ব্যয়ের প্রকৃতি ও ব্যবহার উপযোগিতার উপর ভিত্তি করে ব্যয়সমূহকে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়রূপে বিভক্ত করা হয়। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। নিচে
পার্থক্যগুলো উল্লেখ করা হলো :
“আর পড়ুনঃ” ঘটনা কাকে বলে? ঘটনা ও লেনদেনের মধ্যে কোনো পার্থক্য থাকলে উপস্থাপন করুন।
পার্থক্যের বিষয় | মূলধন জাতীয় ব্যয় | মুনাফা জাতীয় ব্যয় |
১. সংজ্ঞা | সম্পত্তি অর্জনের জন্য যে ব্যয় করা হয় মূলধন জাতীয় ব্যয় বলা হয়। | মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যয় হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। |
২. ব্যয়ের সময় | এটি এককালীন প্রদত্ত হয়। | এটি বার বার প্রদত্ত হয়। |
৩. ব্যয়ের পরিমাণ | এর বায় বড় অঙ্কের হয় কিন্তু সংখ্যায় কম হয়ে থাকে। | এতে ব্যয়ের পরিমাণ কম হয় কিন্তু সংখ্যায় অনেক কম বেশি। |
8. সম্পত্তি অর্জন | এর বিনিময়ে সম্পত্তি অর্জিত হয়। | এর বিনিময়ে সম্পত্তি অর্জিত হয় না। |
৫. উদ্দেশ্য | এটির উদ্দেশ্য ব্যবসায়ের উন্নয়ন করা। | এর উদ্দেশ্য ব্যবসায়কে চালু রাখা। |
৬. বাস্তবতা | এর ফল বাস্তবে দৃষ্টিগোচর হয়। | এরূপ ব্যয়ের ফল বাস্তবে দৃষ্টিগোচর হয় না। |
৭. ক্ষয় ও নিঃশেষ | এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। | এটি হিসাব বছরেই নিঃশেষ হয়ে যায়। |
৮. ফলাফল | এর ফলাফল পরোক্ষভাবে সম্ভোগ করা যায়। | এর ফলফল সরাসরি সম্ভোগ করা যায়। |
৯. ব্যয়ের লিখন | উদ্বতপত্রে সম্পত্তি হিসাবে দেখানো হয়। | মুনাফা সংক্রান্ত হিসাবে দেখানো হয়। |
১০. উদাহরণ | মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ; যেমন— আসবাবপত্র, দালানকোঠা, যন্ত্রপাতি । | মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ; যেমন—বেতন, ভাড়া, প্রদত্ত বাটা। |
মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে উপরোক্ত পার্থক্যগুলো বিদ্যমান রয়েছে। একটি হল মুনাফা অর্জনের জন্য এবং অন্যটি হল সম্পদ বৃদ্ধির জন্য। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের সঠিক পার্থক্য নির্ণয়ের উপর সঠিক মুনাফা ও সঠিক আর্থিক অবস্থা নির্ভর করে ।