মানচিত্র অভিক্ষেপ বলতে কী বোঝ?
উত্তরঃ মানচিত্র অভিক্ষেপ বলতে কোনো সমতলের উপর সৃষ্টি গ্রাটিকুলকে (graticule) বুঝায়।
কোনো সমতল কাগজের উপর সমগ্র পৃথিবী বা এর কোনোো অংশের মানচিত্র অংকন করার জন্য নির্দিষ্ট স্কেলের অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো জালের ন্যায় ছকে প্রকাশ করা হয়। একে অভিক্ষেপ বলে।