এক মিলিয়নে একটি (One-in-a million)মানচিএ বলতে কী বোঝ?

এক মিলিয়নে একটি (One-in-a million)মানচিএ বলতে কী বোঝ?

উত্তরঃ ১৯০৯ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক মানচিত্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের জন্য আন্তর্জাতিক (বহু শাঙ্কব অভিক্ষেপের সামান্য পরিবর্তিত রূপ) অভিক্ষেপ উপস্থাপিত হয়। ১ঃ ১,০০০,০০০ স্কেলে অঙ্কন করা হয় বলে একে এক মিলিয়নে একটি (One-in-a million) মানচিত্র নামে অভিহিত করা হয়।

Related posts