হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২০ চট্টগ্রাম বোর্ড

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা

আজকের পরিক্ষা Accounting খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। hisab biggan নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

এস.এস.সি. পরীক্ষা-২০২০

হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি অভীক্ষা

তারিখ ২২/০২/২০২০, শনিবার

৯ ফালগুন ১৪২৬ সাল

 

সেট খ বোর্ড চট্টগ্রাম

১.বহিঃফেরত কোন শ্রেণীর হিসাব
উত্তরপত্র JU: (গ)মালিকানা স্বত্ব হিসাব

২.জনাব শাফায়েতের বার্ষিক আয় ৪০০০০ হাজার টাকা শিক্ষা খাতে তার সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ কত
উত্তরপত্র JU: (গ)৬০০০

৩.ব্যালেন্স BD দ্বারা বোঝানো হয়েছে
উত্তরপত্র JU: (গ)পিছন থেকে আনীত

৪.অনুপার্জিত আয় দ্বারা বোঝানো হয়েছে
উত্তরপত্র JU: (খ)i,iii

৫.জনাব রাহাতের চলতি অনুপাত কত
উত্তরপত্র JU: (গ)৭.২:১

৬.জনাব রাহাতের দায় পরিশোধের ক্ষমতা কেমন
উত্তরপত্র JU: (গ)খুবই অসন্তোষজনক

৭.প্রশাসনিক উপরি ব্যয়
উত্তরপত্র JU: (ঘ)i,ii,iii

৮.মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি
উত্তরপত্র JU: (গ)বিক্রয় মূল্য

৯.পারিবারিক আয় ব্যয় বিবরণী লিপিবদ্ধ করা হয়
উত্তরপত্র JU: (ক)i,ii

১০.জনাব আজগরের নগদ উদ্বৃত্তের পরিমাণ কত
উত্তরপত্র JU: (খ)১০০০০

১১.জনাব আজগরের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে
উত্তরপত্র JU: (খ)i,iiii

১২.বিনিময় প্রথা চালু হয় কখন
উত্তরপত্র JU: (ক)মুদ্রা প্রচলন এর পূর্ববর্তী সময়ে

১৩.ধারে সংঘটিত লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়
উত্তরপত্র JU: (ক)i,iii

১৪.হিসাবরক্ষণ এ কোনটি সংরক্ষণ করা বাধ্যতামূলক
উত্তরপত্র JU: (ঘ)খতিয়ান

১৫.কর্মচারী রহমানের বেতন অপরিশোধিত রয়েছে ৫০০০ টাকা এর জাবেদা কোনটি
উত্তরপত্র JU: (খ)বেতন হিসাব ডেবিট ৫০০০ বকেয়া বেতন হিসাব ক্রেডিট ৫০০০

১৬.বিক্রয় ফেরত এর উৎস দলিল কোনটি
উত্তরপত্র JU: (ঘ)ক্রেডিট নোট

১৭.আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার
উত্তরপত্র JU: (গ)৫ জানার উপায়

১৮.সুমন 20000 টাকা কারবারের মূলধন সরবরাহ করেন লেনদেন হিসাব সমীকরণের প্রভাবিত করবে
উত্তরপত্র JU: (ক)i,ii

১৯.রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না
উত্তরপত্র JU: (খ)i,iii

২০.জনাব আবির 15000 টাকা একটি পুরাতন কম্পিউটার ক্রয় করার পর তার মেরামত বাবদ 5000 টাকা খরচ করেন ইহা 27000 টাকা বিক্রয় করেন এখানে
উত্তরপত্র JU: (খ)i,iii

২১. কোনটি পরোক্ষ খরচ
উত্তরপত্র JU: (খ)বহিঃপরিবহন

২২.হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী দেনাদার থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়া হয়
উত্তরপত্র JU: (গ)চলমান প্রতিষ্ঠান নীতি

২৩.পারিবারিক তহবিল এর সাথে কোনটি যোগ করা হয়
উত্তরপত্র JU: (ক) আয়ের উদ্বৃত্ত

২৪.সহকারী খতিয়ান হলো
উত্তরপত্র JU: (গ)ii,iii

২৫.যে সকল আর্থিক ঘটনা পূর্বে সংঘটিত হয়েছে তাকে বলে
উত্তরপত্র JU: (ক)দৃশ্যমান ঘটনা

২৬.হিসাব চক্রের শেষ ধাপ কোনটি
উত্তরপত্র JU: (ক)সমাপনী দাখিলা

২৭.A=L+R হলে এখানে E এর বর্ণিত রুপ কোনটি
উত্তরপত্র JU: (খ)C+R EX D

২৮.মুনাফা জাতীয় আয় হল
উত্তরপত্র JU: (গ)ii,iii

২৯.কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি অভির্ভাব ঘটে
উত্তরপত্র JU: (ক)১৪৯৪

৩০.কু ঋণ অবলোপন করা হলো ১৫০০ টাকা লেনদেন টি জাবেদা ডেবিট ও ক্রেডিট হবে
উত্তরপত্র JU: (খ)কুঋণ হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা

About Post Author

Related posts