ব্যাপনের সংজ্ঞা/ কাকে বলে
Diffusion
পদার্থের অণুগুলো নিজস্ব গতি শক্তিতে স্বতঃস্ফূর্তভাবে সব দিকে ছড়িয়ে পড়তে চাই এই ছড়িয়ে পড়ার প্রবণতাকে ব্যাপন বলে।
দুটি অংশের ঘনত্বের তারতম্য থাকলে ব্যাপনের হার অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে বেশি হয়।
অর্থাৎ ব্যাপনের হার এক দিকে বেশি হয়। যখন দুটি অংশের ঘনত্ব সমান হয়ে যায় তখন সমসংখ্যক অনু সমান গতিতে দু’দিকে চলাচল করে। অর্থাৎ ওই সময় ব্যাপনের হার দু’দিকেই সমান হয়ে থাকে।