১) তাপ বলতে কি বুঝ?
উত্তরঃ যে বাহ্যিক শক্তির কারণে একটি বস্তু গরম এবং যার অনুপুস্থিতিতে অন্য কোন বস্তু ঠান্ডা মনে হয় তাকে তাপ বলে।
২) তাপের আন্তর্জাতিক একক কি?
উত্তরঃ জুল বা কিলোজুল।
৩) মানবদেহের আপেক্ষিক তাপ কত?
উত্তরঃ হিমাঙ্কের ঊর্ধ্বে ৩.৪৭ কিলো-জুল/কেজি।
৪) বরফ গলনের সুপ্ততাপ কত?
উত্তরঃ কিলো-জুল/কেজি